বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: ইঞ্জি. সোবাহান

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে বিএনপিতে চাঁদাবাজ ও দখলদারদের কোন জায়গা নেই। আমরা সেই নীতিতেই চলছি। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আবদুস সোবহান এ কথা বলেন।
সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান স্বপনের আয়োজনে ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরও বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনোস্থান নেই।
বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি কিংবা দখলবাজী করলে তাকে ধরে পুলিশে দিন। আপনারা না পারলে আমাকে ফোন করবেন।
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান স্বপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, জেলা ছাত্রদল নেতা এসএম হীরাসহ অন্যান্যরা।