বাড়িতে বৌভাত, দই-মিষ্টি নিয়ে ফেরা হলো না বরের
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। চলছে শোকের মাতুম। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে আর ফেরা হয়নি বর সাজেদুরের (২৪)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গন্ডগোলী মোড় নামক স্থানে ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান নন্দলালী গ্রামের আজাদুল প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা গেছে, বাড়ীতে বৌভাতের অনুষ্ঠান চলছিল। শনিবার সকালে আত্রাই থেকে দই-মিষ্টি ভ্যানে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিলেন সাজেদুর। আত্রাই-বান্দাইখাড়া সড়কের গন্ডগোহালী গ্রামের দিকে নেমে যাওয়া রাস্তায় ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে যায় সাজেদুর। তাকে গুরুতর অবস্থায় স্খানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদুরকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা ভগ্নিপতি মিসনকে উন্নত চিকিৎসার জন্য রাজশহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। সাজেদুর বুকে আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে চিকিৎসক জানান।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বাংলা টাইমসকে জানান, নিহতের বাড়িতে বিস্তারিত খোঁজ খবর নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে, সাজেদুরের আকষ্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিয়ে বাড়ীতে।