সংবাদ শিরোনাম ::
বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু
রংপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নাহিদ (১৮), জনু (১৫) এবং রবিউল ইসলাম (৩২)।
জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস কলোনিপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী নাহিদ।
গুরুতর অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনু ও অটোরিকশাচালক রবিউল।
মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, দুর্ঘটনা কবলিত বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।