বালিশ চাপা দিয়ে এমপি আনারকে হত্যা, প্রকাশ্যে এলো ছবি
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীমকে হত্যার ছবি পেয়েছে বাংলা টাইমস। একইসাথে আনারের সাথে কী ঘটেছিলো, এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
একটি ভিডিওতে কসাই জিহাদকে স্বীকারোক্তি দিতে দেখা যায়। তাতে তিনি জানান, বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়। তারপর ওই ফ্ল্যাটের বাথরুমে তার মরদেহ টুকরা টুকরা ফ্ল্যাশ করা হয়। অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে এমপি আনারকে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
শুধু এখানেই শেষ নয়। খুনিরা মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে রাখে। কপাল ও দাঁত বরাবরও কাপড় দিয়ে বেঁধে রাখা হয় আনারকে। সেই ছবিই পেয়েছে বাংলা টাইমস।
কসাই জিহাদের স্বীকারোক্তিতে আরও জানা গেছে, ফ্ল্যাটটিতে বসার ঘরে আনারকে স্বাগত জানিয়েছিলো সিলাস্তি। পরে আসে কসাই জিহাদ। তখন সিলাস্তিকে নিচের ফ্লাটে যেতে বলা হয়।
ভিডিওতে দেখা গেছে, ট্রিপ্লেক্স ফ্ল্যাটটির বসার ঘর থেকে পুলিশ জিহাদকে নিয়ে নিচে নামার পর সে দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। তারপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় ২২ মে জানায় ভারতীয় পুলিশ। এরপর থেকে বিভিন্ন সময় বেরিয়ে আসছে নানান তথ্য।