বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে ছাব্বির নামের এক যুবককে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা।
গ্রেপ্তার ছাব্বির হোসেন (২৫) উপজেলার ছোটো আখিড়া গ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম বলেন, শুক্রবার (২৮ জুন) রাতে দায়িত্বপালন কালে গোপন সংবাদ মাধ্যমে জানতে পাই অস্ত্র নিয়ে অপরাধ সংঘটিত করার জন্য এক যুবক উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মার্কেটের সামনে বাজার এলাকায় ঘোরাঘুরি করছে। এখবরে সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার বলেন, বার্মিজ চাকুসহ গ্রেপ্তারকৃত আসামি ছাব্বিরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।