বাণিজ্য প্রতিমন্ত্রীকে নিয়ে সার্বিক উন্নয়ন বিষয়ক সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল -৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল -৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল -৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।