ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে আসছে ‘পাটের চা’

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভ সংবাদ দিতে চাই,

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা এরমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দু’টি চা আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই ‘রোজেলা টি’তে অনেক উপকার আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শিগগিরই বাজারজাত করা হবে পাটের চা।মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পলিথিনের বিকল্প আবিষ্কার করছে। তা বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আনা হবে। সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে। পলিথিন মানবজীবনের জন্য খুবই ক্ষতিকারক।

মন্ত্রী বলেন, ডাল, চাল, আলু ও পেঁয়াজসহ ৮২টি পণ্য রয়েছে, যা বহন করতে পাটের ব্যাগ ব্যবহারে সরকারের নির্দেশনা আছে। আমরা দিনাজপুর, খুলনা, রংপুর, নরসিংদী ফরিদপুর ও সিলেট সফর করে দেখেছি শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজারে আসছে ‘পাটের চা’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের কাছে শুভ সংবাদ দিতে চাই,

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা এরমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামের দু’টি চা আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে রয়েছি। এই ‘রোজেলা টি’তে অনেক উপকার আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শিগগিরই বাজারজাত করা হবে পাটের চা।মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পলিথিনের বিকল্প আবিষ্কার করছে। তা বাণিজ্যিকভিত্তিতে উৎপাদনে আনা হবে। সফল হলে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে। পলিথিন মানবজীবনের জন্য খুবই ক্ষতিকারক।

মন্ত্রী বলেন, ডাল, চাল, আলু ও পেঁয়াজসহ ৮২টি পণ্য রয়েছে, যা বহন করতে পাটের ব্যাগ ব্যবহারে সরকারের নির্দেশনা আছে। আমরা দিনাজপুর, খুলনা, রংপুর, নরসিংদী ফরিদপুর ও সিলেট সফর করে দেখেছি শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে।