বাগেরহাটে নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বাগেরহাটে অপরুপ বাংলাদেশ ই-কমার্স সোসাইটির আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অপরুপ বাংলাদেশ ই-কমার্স সোসাইটির পরিচালক এডমিন পরিসমাপ্তি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মোহাঃ আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তর (অতিরিক্ত দায়িত্ব)এর উপ-পরিচালক শাহেলা পারভিন, বিসিক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ, চিতলমারী উপজেলা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
এছাড়া অপরুপ বাংলাদেশ ই-কমার্স সোসাইটির খুলনা বিভাগীয় প্রতিনিধি সাবিনা ইয়াসমিন, কো-অর্ডিনেটর সুমি আক্তার, আহবায়ক পাপ্রিয়া ইয়াসমিন, এম এম জাহিদ মৃধা, গ্রæপ এক্সপার্ট তামান্না আক্তার সীমা, উদ্যোক্তা ও সমাজ সেবক রাজু আহমেদ, উদ্যোক্তা শেখ আল আমিন, সোহাগ আহমেদ, রেদওয়ান হোসেন, লামঈয়া জামান, জাকির হোসেনসহ জেলার প্রায় শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উদ্যোক্তা রাবেয়া বসরী, সুমনা হক ও মুমতারিন মোরশেদ হৃদিতা। আয়োজিত সম্মেলনে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয়। এর মাধ্যমে পণ্যের মান যাচাই ও ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা পণ্যের প্রসারসহ নারীর জীবনমান উন্নয়নে এ আয়োজন আরো সহায়ক হবে বলে মনে করেন বক্তারা।