ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের দায়িত্বে ফিল সিমন্স

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে বরখাস্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দিলেন সেই সংবাদ।

ঘরের মাঠে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগেই চাকরিচ্যুত হলেন লঙ্কান কোচ। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ফিল সিমন্স। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে যেহেতু খবরটা দেশের বাইরে যাবে, আন্তর্জাতিক আইন মেনে ৪৮ ঘণ্টা নোটিশ করেছি। এটা ইমিডিয়েট এফেক্টে সাসপেন্ড।

টাইগারদের নতুন হেডমাস্টার হিসেবে সিমন্সকে প্রায় ১০০ দিনের চুক্তিতে অন্তবর্তী কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির হেড কোচের ভূমিকায় ছিলেন ফিল সিমন্স। এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ হিসাবেও দায়িত্ব পালন করেন। তারও আগে ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্বে ছিলেন সিমন্স। কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলের সঙ্গেও।

সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ১৬৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৪৩ ওয়ানডের সাথে সাদা পোশাকে ম্যাচ খেলেছেন ২৬টি। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ে নাম লেখান। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এ ছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন সিমন্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ দলের দায়িত্বে ফিল সিমন্স

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

অবশেষে বরখাস্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দিলেন সেই সংবাদ।

ঘরের মাঠে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এর আগেই চাকরিচ্যুত হলেন লঙ্কান কোচ। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ফিল সিমন্স। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুকে ছাঁটাইয়ের খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে যেহেতু খবরটা দেশের বাইরে যাবে, আন্তর্জাতিক আইন মেনে ৪৮ ঘণ্টা নোটিশ করেছি। এটা ইমিডিয়েট এফেক্টে সাসপেন্ড।

টাইগারদের নতুন হেডমাস্টার হিসেবে সিমন্সকে প্রায় ১০০ দিনের চুক্তিতে অন্তবর্তী কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির হেড কোচের ভূমিকায় ছিলেন ফিল সিমন্স। এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ হিসাবেও দায়িত্ব পালন করেন। তারও আগে ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্বে ছিলেন সিমন্স। কাজ করেছেন আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দলের সঙ্গেও।

সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ১৬৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৪৩ ওয়ানডের সাথে সাদা পোশাকে ম্যাচ খেলেছেন ২৬টি। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ে নাম লেখান। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এ ছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন সিমন্স।