সংবাদ শিরোনাম ::
বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম এবং প্রতন্ত অঞ্চলে সুষ্ঠ ভাবে ত্রাণ সরবরাহের লক্ষ্যে সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এর পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে।
বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দেয়াশলাই, ওর স্যালাইন এবং প্রয়োজনীয় ঔষুধ।
ত্রাণ সামগ্রী বন্যাদুর্গত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায় সরবরাহ করা হবে। যা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।