‘বন্যা দুর্গত মানুষের সহায়তায় সরকার বদ্ধ পরিকর’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, বন্যার্তদের জন্য সব ধরনের সহযোগিতা নিয়ে সরকার পাশে রয়েছে। বন্যা মোকাবিলা করে মানুষ যাতে চলতে পারে সে ব্যবস্থাও সরকারের রয়েছে।
শনিবার (৬ জচুলঅই) বিকালে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্তরে ৪০০ পরিবারের মাঝে ত্রাণ ও মোরাদাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, বন্যার আরও অবনতি হলে আশ্রয় কেন্দ্র ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে। এ কারনেই দেশের মানুষ তার উপর আস্থা রেখে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করে না। এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আগামী ৪১ সালের মধ্যে দেশকে সয়ংসম্পন্ন করে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম,প্রকল্প ববাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,আবিদা সুলতানা যুথী,জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান,ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল,আনিছুর রহমান।