ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় পানিবন্দি সাড়ে ৯ লাখ পরিবার, মৃত্যু ১৮

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হঠাৎ বন্যায় ভাসছে দেশের ১১ জেলা। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭টি নদীর পানি বিপৎসীমার উপরে। শনিবার (২৪ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, দেশে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি । জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ,লক্ষ্মীপুর ও কক্সবাজার।

এই ১১টি জেলায় নয় লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।আর মারা গেছে ১৮ জন‌। এরমধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।

বিবরণীতে জানানো হয়, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ এবং ২১ হাজার ৬৯৫টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৭৭০টি মেডিকেল টিম চালু রয়েছে।

এছাড়া বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যায় পানিবন্দি সাড়ে ৯ লাখ পরিবার, মৃত্যু ১৮

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

হঠাৎ বন্যায় ভাসছে দেশের ১১ জেলা। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭টি নদীর পানি বিপৎসীমার উপরে। শনিবার (২৪ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, দেশে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি । জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ,লক্ষ্মীপুর ও কক্সবাজার।

এই ১১টি জেলায় নয় লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।আর মারা গেছে ১৮ জন‌। এরমধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫, নোয়াখালীতে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।

বিবরণীতে জানানো হয়, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ এবং ২১ হাজার ৬৯৫টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৭৭০টি মেডিকেল টিম চালু রয়েছে।

এছাড়া বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।