বন্যার অবনতি: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে বন্যা পানি বৃদ্ধি পাওয়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভানবাসী মানুষগুলো মানবেত জীবনযাপন করছে। উপজেলার ৮টি ইউনিয়নের সাথে স্থল পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর উপজেলা থেকে চিনুডুলী ইউনিয়নের আমতলী বাজার সড়কে ও গুঠাইল সড়কে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া সদর ইউনিয়নে নটারকান্দা ও পাঁচবাড়িয়া সড়ক পানির তোড়ে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বেলগাছা নদী ভাঙ্গনে শিলদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সিন্দুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি যেকোন মুহুর্তে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এরমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানিবন্দি মানুষগুলো উঁচু স্থানে,বিভিন্ন স্কুলে,আত্বীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি হাঁস,মুরগী সহ গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
এদিকে, বন্যার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯৯ সেন্টি মিটারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইসলামপুর ইউএনও মো. সিরাজুল ইসলাম জানান-বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।