ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা কবলিতদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের পাশাপশি গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৫৬৭ জন বন্যাদুর্গত মানুষকে হেলিকপ্টার ও বোটযোগে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এর পাশাপাশি ২১ হাজার ৫৫৯ প্যাকেট খাদ্যসামগ্রী, ১২ হাজার ৯৯৩ কেজি শুকনা রশদ, চার হাজার ৬২০ জনকে রান্না করা খাবার এবং পাঁচ হাজার ৬৪০ লিটার পানি বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বিতরণ করা হয়।

এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে দুই হাজার ২১৭ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। মানবতার সেবায় পরিচালিত এই অভিযানকে ত্বরান্বিত করার লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রম্নপ ২১টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

হেলিকপ্টারের মাধ্যমে ১৬ জন মুমূর্ষ রোগীকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরমধ্যে তিনজন শিশু, ছয়জন অন্তঃসত্ত্বা নারী, দুইজন পক্ষাঘাতগ্রস্ত রোগী ও পাঁচজন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দুই হাজার ১৪৭ প্যাকেট ত্রাণ ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া বন্যা কবলতি পাইকগাছার দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদশে নৌবাহিনী। একইসাথে বাংলাদেশ বিমান বাহিনী অব্যাহতভাবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যার্তদের পাশে সেনাবাহিনী

সংবাদ প্রকাশের সময় : ০১:২১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

বন্যা কবলিতদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের পাশাপশি গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৫৬৭ জন বন্যাদুর্গত মানুষকে হেলিকপ্টার ও বোটযোগে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এর পাশাপাশি ২১ হাজার ৫৫৯ প্যাকেট খাদ্যসামগ্রী, ১২ হাজার ৯৯৩ কেজি শুকনা রশদ, চার হাজার ৬২০ জনকে রান্না করা খাবার এবং পাঁচ হাজার ৬৪০ লিটার পানি বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বিতরণ করা হয়।

এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে দুই হাজার ২১৭ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। মানবতার সেবায় পরিচালিত এই অভিযানকে ত্বরান্বিত করার লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রম্নপ ২১টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

হেলিকপ্টারের মাধ্যমে ১৬ জন মুমূর্ষ রোগীকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরমধ্যে তিনজন শিশু, ছয়জন অন্তঃসত্ত্বা নারী, দুইজন পক্ষাঘাতগ্রস্ত রোগী ও পাঁচজন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দুই হাজার ১৪৭ প্যাকেট ত্রাণ ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া বন্যা কবলতি পাইকগাছার দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদশে নৌবাহিনী। একইসাথে বাংলাদেশ বিমান বাহিনী অব্যাহতভাবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।