বন্যায় ১১ জেলায় নারী-শিশুসহ মৃত্যু ৫৪

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ১১ জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজারের ৬৪টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় ইউনিয়ন বা পৌরসভা ৪৮৬টি।

চলমান বন্যায় মৃত্যু ৫৪ জনের মধ্যে পুরুষ ৪১। এছাড়া মহিলা ৬ জন ও শিশু ৭ জন। এরমধ্যে কুমিল্লায় ১৪, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়ীয়ায় একজ, লক্ষীপুরে একজন ও কক্সবাজারে তিনজন ও মৌলভীবাজার একজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পানিবন্দি মানুষের আশ্রয়ের জন্য তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র চার লাখ ৬৯ হাজার ৬৮৭ জন লোককে আশ্রয় দেয়া হয়েছে। এছাড়া ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে রাখা হয়েছে।

এদিকে, ১১ জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যায় ১১ জেলায় নারী-শিশুসহ মৃত্যু ৫৪

সংবাদ প্রকাশের সময় : ০৩:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

দেশের ১১ জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজারের ৬৪টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় ইউনিয়ন বা পৌরসভা ৪৮৬টি।

চলমান বন্যায় মৃত্যু ৫৪ জনের মধ্যে পুরুষ ৪১। এছাড়া মহিলা ৬ জন ও শিশু ৭ জন। এরমধ্যে কুমিল্লায় ১৪, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়ীয়ায় একজ, লক্ষীপুরে একজন ও কক্সবাজারে তিনজন ও মৌলভীবাজার একজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পানিবন্দি মানুষের আশ্রয়ের জন্য তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র চার লাখ ৬৯ হাজার ৬৮৭ জন লোককে আশ্রয় দেয়া হয়েছে। এছাড়া ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে রাখা হয়েছে।

এদিকে, ১১ জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু রয়েছে।