বড় দুই দলের সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করবে দলি। শনিবার (২৯ শে জুন) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। প্রায় ৮ মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি নিয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশাপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিবে।
এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুন) বিকেলে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন।
জানা গেছে, আওয়ামী লীগ শুক্রবার (২৮ জুন) বিকেলে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত বুধবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে ঢাকায় শনিবার (২৯ জুন) সমাবেশ হবে। এছাড়া আগামী ১ জুলাই সব মহানগর ও ৩ জুলাই সব জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে।