ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় খাবার ও পণ্য প্রচার ও প্রসারের লক্ষ্যে দিনব্যাপী প্রদর্শনী মেলার আয়োজন করে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার।
রোববার (২৯ সেপ্টেম্বর) পৌর শহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান।
মেলাটি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। নারী উদ্যোক্তাদেরসহ উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রথমবারের মতো এই পণ্য প্রদর্শনীর আয়োজন করেন তারা। সেখানে ১০ জন উদ্যোক্তা খাবারসহ নিজেদের তৈরী বিভিন্ন পণ্য স্টল প্রদর্শন করেন।
মেলা পরিদর্শন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
মেলায় অংশ নেয় কৃপায়িনীর স্বত্ত্বাধিকারী কংকনা রায় কনা, বেক মি হ্যাপীর স্বত্ত্বাধিকারী ইসরাত জাহান ইতি, রংমিছিলের স্বত্ত্বাধিকারী আইরিন আক্তার হিরা, ফাইজা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মর্তূজান নাহার মিতু, শারমিন আক্তার, লিমা আক্তার, শিরিন আক্তারসহ আরো অনেকে।
আয়োজক ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায় ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইতি বলেন, এই সংগঠনটির মূল উদ্দেশ্যই হলো ফুলবাড়ীর সকল উদ্যোক্তাদের এক প্লার্টফর্মে আনা। যেখানে উদ্যোক্তারা সকলে মিলেমিশে নিজেদের তৈরি খাবার ও পণ্য বেচাকেনাসহ অন্যদের কর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করতে পারবো। উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারের লক্ষেই আমাদের এই আয়োজন। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিসহ বেকারদের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে।