ফুলবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীর লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত এবং ৫জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পোনে ৫ টার দিকে ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,দিনাজপুর থেকে মাল বোঝাই একটি ট্রাক বিরামপুরে যাচ্ছিল এবং বিরামপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী নামক স্থানে পৌঁছলে দুটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-২১৩৭), (ঢাকা মেট্রো ট ১৪-৮৯৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত ট্রাক চালকের নাম- বেলাল হোসেন (৫২)। তার বাড়ি কুড়াহার,উপজেলা- শিবগঞ্জ, বগুড়া। আহতদের মধ্যে ঈশ্বরদী পাবনার আব্দুল গফুরের ছেলে হোসেন আলী, বগুড়ার দুপচাঁচিয়া বারমাইলের বোলার পাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ট্রাক চালক এরফান হোসেন,পাবনার দুপচাঁচিয়ার আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান (৪০),বগুড়া জেলার কাহালু উপজেলার জোগাড় পাড়া গ্রামের পারভেজের ছেলে আব্দুর রশিদ এবং পাবনা দুপচাঁচিয়ার সিয়াম হোসেনের ছেলে মো. শহীদ। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, সন্ধ্যার আগে ফুলবাড়ীর লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী স্থানে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত এবং ৫জন আহত হয়েছে।নিহত-আহতদের স্বজন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।