ফুলবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের চক্কবীর মীরপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে রিফা আক্তার (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, চক্কবীর মীরপাড়া গ্রামের সৈয়দ তরিকুল ইসলামের ছেলে সৈয়দ পলাশ আলমের স্ত্রী রিফা আক্তার দু বছরের বাচ্চাসহ শ্বশুরবাড়িতে থাকত। সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে বন্দর নগরী চট্টগ্রামে থাকেন। প্রতিদিনের মত সাহরীর পর সবাই ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে বন্ধ ঘরে রিফা আক্তারের বাচ্চার অস্বাভাবিক কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন তার শাশুড়ি। কোন সাড়া শব্দ না দিলে আশপাশের লোকজন ঘরের অস্থায়ী আউটার (ভন্টিলেটর) জানালা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহতের শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে বউসহ কুমিল্লায় থাকে। ছোট ছেলে সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। বাড়িতে আমার স্ত্রী, আমি, ছোট ছেলের বউ আর দুই বছরের নাতি বসবাস করি। ছেলের বউ ভোর রাতে সবাইকে সাহরীর জন্য ডেকে দেয়। আমরা সাহরী করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরেরদিন শুক্রবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকতর তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।