ফার্মেসি থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাকিমপুর গ্রামে দেনার দায়ে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম- সাইফুল ইসলাম (২৮)। তিনি সদর উপজেলার হাকিমপুর গ্রামের তুফানি হাজী বাড়ির মৃত আব্দুল খোকনের ছেলে।
শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে বৌ বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মনোয়ারা ফার্মেসি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা জিল্লুর রহিম বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার (১৫ জুন) সকালে সাইফুল বাড়ি থেকে দোকানে যায়। দুই মাস আগে তাকে বিয়ে হয়। সে স্থানীয় কিছু ব্যবসায়ীদের কাছে অনেক টাকা দেনা হয়ে পড়ে। কয়েকদিন ধরে পাওনাদাররা টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিচ্ছিলো। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।