প্রেমিকাকে বন্ধক রেখে পেট্রোল নিয়ে পালালো প্রেমিক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
ফিলিং ষ্টেশনে কিশোরী প্রেমিকাকে বন্ধক রেখে পেট্রোল নিয়ে পালিয়েছে এক প্রেমিক। ঘটনাটি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনাটি ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার একটি ফিলিং স্টেশনে। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) বুধবার বেলা ১২টার সময় স্কুলে ব্যাগ রেখে বাছাড়েরহুলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে বখাটে নাজমুল ইসলাম সজিব (১৮) এর সাথে তার ভাড়া করা একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। ভাগা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে সজীব পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেয়। কাছে টাকা না থাকায় সে তার প্রেমিকা ওই ছাত্রীকে পাম্পে জিম্মায় রেখে টাকা নিতে বাড়ীতে চলে আসে। পরে বাড়ি থেকে টাকা নিলেও সে জিম্মায় রাখা প্রেমিকাকে ফিরিয়ে আনতে যায়নি।
বিদ্যালয় থেকে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন কন্যার বাবা মল্লিক আসাদুজ্জামান। বিকেলে খোঁজ পাওয়া যায় তার কন্যা ভাগা ফিলিং স্টেশনে জিম্মায় রয়েছে। খবর পেয়ে ফিলিং স্টেশনে গিয়ে টাকা পরিশোধ করে কন্যাকে ছাড়িয়ে নিয়ে আসেন। পরবর্তীতে সজীবের অভিভাবকের সাথে বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করাকালীন তারা মল্লিক আসাদুজ্জামানকে লাথি চড় কিল ঘুষি মেরে আহত করে।
এ ঘটনায় শনিবার (২৯ জুন) কিশোরীর বাবা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, বখাটে নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিষয় জানতে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও সাংবাদিকদের সাথে তারা কোন কথা বলতে রাজি হননি।
রামপাল থানার ওসি সোমেন দাস জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।