সংবাদ শিরোনাম ::
প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৪
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঈশ্বরদীর পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।