প্রাইভেটকার দুর্ঘটনায় গাইবান্ধার মিনহাজ ও আশরাফুল নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় প্রাইভেটকার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মিনহাজ উদ্দিন (৩৫) একই গ্রামের ড্রাইভার আশরাফুল ইসলাম (৩৬)।
জানা যায়, শুক্রবার (১২ জুলাই) সকালে মিনহাজ রাজশাহী থেকে প্রাইভেটকার চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহজাহানপুরে নাটোরগামী একটি ট্রাক প্রাইভোকারটিকে সামনে থেকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় কারে থাকা মিনহাজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর আহত হয় আশরাফুল ইসলাম।
ফায়ার সার্ভিস আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় নেয়ার পথে আশরাফুলেরও মৃত্যু হয়।
নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, নিহত দু’জনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।