প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের সনদপত্র বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ব্লক বাটিক ফর এস এমইজ ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক তাতিপাড়া এলাকায় কারুপণ্য উন্নয়ন সংস্থার হলরুমে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এস এমই এফ এর আয়োজনে। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষ।
এ সময় বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক মনজুরুল হক, ঠাকুরগাঁও বিসিকের উপব্যবস্থাপক হাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান খান, এস এমই ফাউন্ডেশনের টেইনার রোকসানা পারভীন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি বাবলুর রহমান বাবলুসহ অন্যান্যরা।
আলোচনা অনুষ্ঠান শেষে ৩০ জন নারী উদ্যোক্তাদের মাঝে আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন।