ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সাথে তৃতীয় দফায় রাজনৈতিক দলের সংলাপ

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছেন। শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিকেল ৩টা থেকে এ সংলাপ শুরু হবে।

সংলাপে আমন্ত্রণ পাওয়া দলের একাধিক নেতা জানান, উপদেষ্টার সাথে অনুষ্ঠেয় সংলাপে বিভিন্ন বিষয়ে কথা বলবেন। তাদের মূল ফোকাস থাকবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ বিষয়ে।

গত ৫ অক্টোবর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। বাকি রাজনৈতিক দলের সাথে আজ (শনিবার) সংলাপ করবেন তিনি।

জানা গেছে, সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি।

আমন্ত্রিত দলগুলোর নেতারা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। পাশাপাশি আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতেও ইউনূস সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানাবে কোনো কোনো রাজনৈতিক দল।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে। এরমধ্যে (গত ৫ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার এটি তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

৮ আগস্ট শপথ নেয়ার পর কয়েক দিনের মাথায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম সংলাপ করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলে কমিশনগুলো কাজ শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধান উপদেষ্টার সাথে তৃতীয় দফায় রাজনৈতিক দলের সংলাপ

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছেন। শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিকেল ৩টা থেকে এ সংলাপ শুরু হবে।

সংলাপে আমন্ত্রণ পাওয়া দলের একাধিক নেতা জানান, উপদেষ্টার সাথে অনুষ্ঠেয় সংলাপে বিভিন্ন বিষয়ে কথা বলবেন। তাদের মূল ফোকাস থাকবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ বিষয়ে।

গত ৫ অক্টোবর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। বাকি রাজনৈতিক দলের সাথে আজ (শনিবার) সংলাপ করবেন তিনি।

জানা গেছে, সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি।

আমন্ত্রিত দলগুলোর নেতারা বলেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। পাশাপাশি আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতেও ইউনূস সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানাবে কোনো কোনো রাজনৈতিক দল।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে। এরমধ্যে (গত ৫ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার এটি তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

৮ আগস্ট শপথ নেয়ার পর কয়েক দিনের মাথায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম সংলাপ করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলে কমিশনগুলো কাজ শুরু করে।