প্রধান উপদেষ্টার একাউন্টে মেলান্দহ ছাত্রদের অর্থ প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহ উপজেলার ছাত্র-যুবকরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিয়েছেন। ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীরের মাধ্যমে প্রধান উপদেষ্টার একাউন্টে এই টাকা প্রদান করা হয়।
মহান মুক্তিযুদ্ধে মেলান্দহকে হানাদার মুক্তকারি আব্দুল করিম কমান্ডার, সাবেক মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জালাল উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, ছাত্র-যুবক সমন্বয়কারি মো: রিয়াজ আহমেদ সহ অন্যান্য স্বেচ্ছা সেবিরা এ সময় উপস্থিত ছিলেন।
রিয়াজ আহমেদ জানান-ছাত্র-যুবকদের নিয়ে পরামর্শের এক পর্যায়ে মূলত: বন্যার্তদের জন্য সাহায্যের কথা চিন্তা করি। পরে স্থানীয়দের কাছ থেকে যার যার সাধ্য মতো ২০ হাজার টাকা সংগ্রহ করি। সেটা ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে প্রদান করেছি। আমাদের টিমের সাথে ছিলেন-মনির, মোশারফ, আরিফ,তয়ছন,মাসুদ, আশরাফুল, নাইম,রাজু, কামরুল, সুজন, মতিউর, বারেক, নিশাত, মাহবুব, শাহ্জাহান, আমজাদ, আলআমিন, খোকন, নোহাসসহ আরো অনেকেই।