সংবাদ শিরোনাম ::
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোষ্টে আসিফ মাহমুদ লিখেছেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবো। সংকট মোকাবিলায় সবাই এগিয়ে আসুন।
এদিকে, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা এবং বন্যার্তদের উদ্ধারে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
এছাড়া বন্যার কারণ জানতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাতে হাইকমিশনার বলেছেন, পানির উচ্চতার কারণে বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে এসেছে।