ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব (ভিডিও)

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব। কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাৎসব। উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গা মাকে বিদায় জানানোর জন্য রোববার (১৩ অক্টোবর) সকালে থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। এরপর শেষ বেলায় ঢাকের তালে ও বক্সে গান বাজিয়ে বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে সকলে। দুপুর থেকে ঢাক-ঢোলের তালে তালে প্রতিমা বিসর্জন দিতে আনন্দ শোভা যাত্রায় হেঁটে হেঁটে, পিকআপ,ভ্যানগাড়ি, ট্রাক্টর, ভটভটি করে ছুটতে থাকে নদ-নদীর তীরে।

ধুপ, মোমবাতি আর প্রদীপ বাতি দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী এক বছেরর সুখ ও শান্তি। এসময় একে একে পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।

এবার উপজেলায় ১৫টি ও পৌর এলাকা সংলগ্ন হাতিজা গ্রামে ১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা প্রতিমাগুলো বিসর্জন করা হয়।

বিজয়া দশমী বিসর্জনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য।এ সময় সেনাবাহিনী,পুলিশ,গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিস সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিমা বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব (ভিডিও)

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব। কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাৎসব। উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গা মাকে বিদায় জানানোর জন্য রোববার (১৩ অক্টোবর) সকালে থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। এরপর শেষ বেলায় ঢাকের তালে ও বক্সে গান বাজিয়ে বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে সকলে। দুপুর থেকে ঢাক-ঢোলের তালে তালে প্রতিমা বিসর্জন দিতে আনন্দ শোভা যাত্রায় হেঁটে হেঁটে, পিকআপ,ভ্যানগাড়ি, ট্রাক্টর, ভটভটি করে ছুটতে থাকে নদ-নদীর তীরে।

ধুপ, মোমবাতি আর প্রদীপ বাতি দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী এক বছেরর সুখ ও শান্তি। এসময় একে একে পানিতে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।

এবার উপজেলায় ১৫টি ও পৌর এলাকা সংলগ্ন হাতিজা গ্রামে ১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা প্রতিমাগুলো বিসর্জন করা হয়।

বিজয়া দশমী বিসর্জনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য।এ সময় সেনাবাহিনী,পুলিশ,গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিস সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন ।