সংবাদ শিরোনাম ::
প্রতিদিন বৃষ্টির পানিতে ভিজবে ঢাকা!
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর সেই তীব্র গরমে জনগণকে স্বস্তি দিতে রাজধানীকে কৃত্রিম বৃষ্টিতে ভিজাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পানি ছিটানোর এই কার্যক্রম উদ্বোধন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।
এ সশয় মেয়র বলেন, হিট অফিসারের পরামর্শে কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধরনের কৃত্রিম বৃষ্টি ছিটানো হবে।
আতিকুল ইসলাম আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর পার্কগুলোতেও এমন বৃষ্টি ছিটানো হবে। এছাড়া উত্তর সিটির ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি করে বিশুদ্ধ পানি পান করার ভ্যান থাকবে। এসময় প্রত্যেকটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধ করেন তিনি।