ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন -ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী,সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রতিমন্ত্রী আর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এর ফলে হয়েছে অনেক কর্মসংস্থানের। অনেক মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। তবে এর নেতিবাচক দিক হচ্ছে, কিছু অপেশাদার সাংবাদিক তৈরি হওয়ায় পেশাদার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার চায় হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই যেনো সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়। একইভাবে কোনো নোটিশ দেয়া ছাড়াই কোনো সাংবাদিক যেনো চাকরি ছেড়ে না দেয়।

এ সময় তিনি আরো বলেন, সরকার চায় পেশাদারিত্বের সাথে সাংবাদিকতার অনুশীলন সুরক্ষিত হোক। এই লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলকভাবে সকল অংশীজনদের সাথে নিয়ে সরকার কাজ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কর্মী আইনে ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইনসহ সব গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা হবে। এটি হবে সর্বজনীন একটি আইন। এ আইনে গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই চাকরিকালে সুরক্ষা পাবেন।

তিনি বলেন, সত্যিকার অর্থেই সরকার চায়, গণমাধ্যম একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়াক। যে গণমাধ্যম সরকারের ভুল ও ব্যর্থতাকেও তুলে ধরবে। প্রকৃত সমালোচনা সরকারকে তার ভুল সংশোধন করতে সাহায্য করে। আমরা গঠনমূলক সমালোচনাকে ভয় করি না, কিন্তু মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা অপছন্দ করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার’

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পেশাদার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন -ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী,সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

প্রতিমন্ত্রী আর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এর ফলে হয়েছে অনেক কর্মসংস্থানের। অনেক মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। তবে এর নেতিবাচক দিক হচ্ছে, কিছু অপেশাদার সাংবাদিক তৈরি হওয়ায় পেশাদার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার চায় হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই যেনো সাংবাদিকদের চাকরিচ্যুত করা না হয়। একইভাবে কোনো নোটিশ দেয়া ছাড়াই কোনো সাংবাদিক যেনো চাকরি ছেড়ে না দেয়।

এ সময় তিনি আরো বলেন, সরকার চায় পেশাদারিত্বের সাথে সাংবাদিকতার অনুশীলন সুরক্ষিত হোক। এই লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলকভাবে সকল অংশীজনদের সাথে নিয়ে সরকার কাজ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কর্মী আইনে ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইনসহ সব গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা হবে। এটি হবে সর্বজনীন একটি আইন। এ আইনে গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই চাকরিকালে সুরক্ষা পাবেন।

তিনি বলেন, সত্যিকার অর্থেই সরকার চায়, গণমাধ্যম একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়াক। যে গণমাধ্যম সরকারের ভুল ও ব্যর্থতাকেও তুলে ধরবে। প্রকৃত সমালোচনা সরকারকে তার ভুল সংশোধন করতে সাহায্য করে। আমরা গঠনমূলক সমালোচনাকে ভয় করি না, কিন্তু মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা অপছন্দ করি।