পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের( ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে । রোববার( ২৮ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বদলি করা হয় ।
আদেশে তাতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের পদায়ন করা হলো । এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ।
বদলি করা কর্মকর্তারা হলো- লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পরেষ চন্দ্র সরকারকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক খোকন চৌধুরীকে ডিএমপি সদর দপ্তরের এডমিন প্রবাসী লিগ্যাল সার্ভিস সেলে, প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাইকে রমনা থানায় পরিদর্শক( তদন্ত) হিসেবে, মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক( অপারেশন) আশীষ কুমার দেবকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক( তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক( অপারেশন) মো. রাসেলকে একই থানায় পরিদর্শক( তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পরিদর্শক( তদন্ত) মো. শাহজাহান মন্ডলকে শাহজাহানপুর থানায় একই পদে এবং লাইনওআর এর নিরস্ত্র পরিদর্শক সুখেন্দু বসুকে ধানমন্ডি থানার পরিদর্শক( অপারেশন) হিসেবে বদলি করা হয় ।