পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় পুলিশ কর্মকর্তা কাজী ইমরান আহমেদ (৪৫) কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করেছে। তিনি পুলিশের উপ-পরিদর্শক(এস আই)পদে খুলনায় কর্মরত। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্বার করে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করেছে।
জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান আহমেদ তার গ্রামের বাড়ির এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে বাড়িতে আসতেছিলো। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে কাজীপাড়া গ্রামের পাকা রাস্তার মাথার বটতলায় পৌঁছালে ৮/১০জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি থামিয়ে চালককে জিম্মি করে পুলিশ কর্মকর্তা কাজী ইমরান আহমেদকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তা কে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য রানা কাজী বলেন, স্থানীয় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরজ আলী কাজী ওরফে লিচু কাজী সাথে কাজী ইমরান আহমেদের বড় ভাই এ্যাডভোকট বশির কাজীর সাথে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিরোধ চলে আসছিলো।
তিনি আরও বলেন,লিচু কাজীর হুকুমে তার লোকজন কাজী ইমরান আহমেদ কে কুপিয়ে আহত করেছে বলে তারা দাবি করেন।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।