পুলিশের উপর হামলা: নারী ভাইস চেয়ারম্যান হাবিবা আটক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
পুলিশের উপর হামলার ঘটনায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়। নারী পুলিশ কনস্টেবল শান্তনা মহন্তের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২২ শে জুলাই মামলার বাদিনী ও তার সহকর্মী সাথী রানী শিলের উপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
জানা গেছে, এর আগে হাবিবা বেগমের বিরুদ্ধে মোহনপুর থানায় ২০১২ সালে ২টি ও ২০২২ সালে একটি মামলা রয়েছে। গত মাসের ২৫ তারিখেও একটি জিডি হয়। এছাড়াও থানা পুলিশের সাথে হাতাহাতির একাধিক অভিযোগ রয়েছে এই নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।
উল্লেখ্য, মোহনপুর থানা সংলগ্ন বাকশিমইল বাজারে বাজার করা অবস্থায় দুই মহিলা কনস্টেবলকে মারধর করে কামড়ে জখম করে হাবিবা বেগম। এরপর আহত দুই কনস্টেবলকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এর দুইদিন পর মহিলা পুলিশ কনস্টেবলের দায়ের করা মামলায় হাবিবা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ।