সংবাদ শিরোনাম ::
পাহাড় ধসে কৃষকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।
নাইক্ষ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (২৯ জুন) দুপুর ১টায় আবু বক্কর বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।