সংবাদ শিরোনাম ::
পাহাড়ে জুম্মদের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি দীঘিনালায় পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাবি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জুম্ম পরিবার এই কর্মসূচি পালন করে।
এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি দীঘিনালায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মামুন নামে এক বাঙালি যুবক নিহত হয়। পরে এ হামলার জের ধরে রাঙামাটি, খাগড়াছড়ি, মধুপুর ও দীঘিনালায় পাহাড়িদের অন্তত ৩০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা।