পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো আরও ৮৮ বিজিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সীমান্তের শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমারের আরও ৮৮ বিজিপি সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা বিজিপি সদস্যদের কোস্ট গার্ডের সদস্যরা হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (৫ মে) ভোরে তিনটি ট্রলারে সীমান্তে অনুপ্রবেশের পর কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। যদিও এ বিষয়ে নিয়ে কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। তবে কোস্ট গার্ডের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে আসা বিজিপির সদস্যদের নিরস্ত্রীকরণ করে বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে বিজিবির কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মায়ানমারের উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির বলেন, গত শনিবারের (৪ মে) মতো রবিবার (৫ মে) মিয়ানমারের বিজিপির সদস্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে কতজন সেটা এখনও জানা যায়নি। তাদেরও বিজিবি’র হেফাজতে রাখা হবে।
টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি রবিবার (৫ মে) মিয়ানমারের বিজিপির ৮০ থেকে ৯০ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।