বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
পার্বত্য অঞ্চলে আইন শঙ্খলা বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
পার্বত্য অঞ্চলে আইন শঙ্খলা বিনষ্টকারী কাউকে ছাড়া দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আইন শৃঙ্খলা কোন অবস্থাতেই বিনষ্টকারা যাবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করতে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে তারা যদি আবারো আইন শৃঙ্খলা বিনষ্ট করতে চায় তাদের যে হাত তা আমরা ভেঙ্গে দেবো। তিনি বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। আইন শৃঙ্খলা যাতে উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন।
এদিকে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, পার্বত্য অঞ্চল নিয়ে বাইরে থেকে একটি মহল ষড়যন্ত্র করছে। পার্বত্য অঞ্চলের যে সম্প্রীতি রয়েছে তা নষ্ট করার জন্য। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য একটি সুষ্ট একটি কমিশন বা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। আশা করি রাঙ্গামাটি একটি সম্প্রীতির শহর হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে।
খাগড়াছড়ির ঘটনা নিয়ে রাঙ্গামাটি জেলা ঘটে যাওয়া সংঘাত নিরসনের লক্ষে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভায় উপদেষ্টারা এ কথা বলেন।
শনিবার (২১শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টাই রাঙ্গামাটির রিজিয়নের প্রান্তিক হলে বিগত দুই দিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো দুই উপদেষ্টার সাথে মতবিনিময় সভা শুরু হয়।
এ সময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, এস ইউপি,এড্বলিওরসি, পিএসসি, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মোঃ শওকত ওমসান এডব্লিউসি, কেএফডব্লিউসি,পিএসসি পিএসডি, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্টে কর্নেল এরশাদ হোসেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে।
বৈঠকে জে এস এস কন্দ্রেীয় সহ-সভাপতি ও সাবকে এমপি ঊষাতন তালুকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপনে দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দিপু সাধারণ সম্পাদক অ্যাডভোকটে মামুনুর রশিদ, জাতীয় পার্টির সভাপতি হারুন মাতব্বর, জেলা জামায়াতের নেতা এডভোকেট হারুনুর রশীদ, জেএসএস রাঙ্গামাটি জেলা সভাপতি ডাক্তার গঙ্গা মানিক চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামে চলমান এই সংঘাত নিয়ে বিভিন্ন জনের মতামত শুনের উপদেষ্ঠারা। সভায় পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে প্রতি দুই মাস অন্তর অন্তর একটি করে বৈঠক অনুষ্ঠিত হবে। পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে বৈঠক করে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটি খুব দ্রুত তম সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করবে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপা আসলে তারা বেশ কয়েকটি গাড়ী ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালীরা প্রতিরোধে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন।
পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই সংঘর্ষের ঘটনার কারণে শহরে গাড়ি চলাচল ও মানুষের উপস্থিতি তেমন নেই।