সংবাদ শিরোনাম ::
পাঁচ আইনজীবী ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গ্রেপ্তার পাঁচ আইনজীবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পাঁচ আইনজীবী হলো-অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী।
শনিবার (৯ মার্চ) তাদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সম্পাদক পদে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়েছে।