সংবাদ শিরোনাম ::
পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সদর উপজেলার শাহাদাতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম- মো.হাসান ওরফে রকি (২৮)। তিনি শাহাদাতপুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। সে পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রী ছিল।
শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে ডেকোরেটরের কাজ চলছিলো। একপর্যায়ে সেখানে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।