পলাশবাড়ীতে যুবদলের প্রস্তুতি সভা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষকী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে পলাশবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা যুবদল আহবায়ক মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমোদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু।
আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুবদলের আহবায়ক লতিফ, সদস্য সচিব হেমাইদুল, সিঃ যুগ্ম আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক সুমন, যুবনেতা আপেল, রাজু, সুজন, পাপুল সরকার, মামুন প্রমুখ।