পবিত্র ঈদুল আজহা আজ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা আজ। সোমবার (১৭ জুন) ঈদ আনন্দে মেতে উঠবে দেশবাসী। এদিন সকাল থেকেই সারাদেশে ঈদুল আজহার নামাজ শেষে কোরবানি আদায় করবেন ধর্মপ্রাণ মুসুল্লিরা ।
নামাজের পর পশু কোরবানি করা হয়ে থাকে। এজন্য কিছু সময় আগে ঈদের নামাজ আদায় করা হয়ে থাকে।
জাতীয় ঈদগহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, এ বছরও জাতীয় মসজিদে বায়তুল মোকাররম ঈদুল আজহা নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীরাসহ এলাকার মুসল্লিরা।
ধানমন্ডি আবাসিক এলাকায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে। এছাড়াও সকাল ৮টায় ৭ নম্বর রোডের বাইতুল আমান মসজিদে। সকাল ৮টায় ১২এ রোডের তাকওয়া মসজিদে । সকাল ৮টায় সোবহানবাগ মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে। সকাল ৬টায় প্রথম জামাত। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায়। তৃতীয় ঈদ জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
সকাল ৭টায় ঈদ নামাজ অনুষ্ঠিত হবে মিরপুর ১২ এর হারুণ মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে।
বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদুল আজহার ৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় মারকাজুল ফিকরিল ইসলামিতে (বসুন্ধরা কমপ্লেক্স) ।
এছাড়াও দ্বিতীয় জামাত ৭টা ১৫ মিনিটে বসুন্ধরা সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে। সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে তৃতীয় জামাত। সকাল ৭টা ৪৫ মিনিটে জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে। একই সময়ে (৭:৪৫) কে ব্লকের মদিনাতুল উলুম মাদরাসায়। শেষ জামাত অনুষ্ঠিত হবে এন ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল ৮টায়।
সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে। সকাল ৮টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।