পবায় ঈদ উপহার পেল ৫০০ দুস্থ ও অসহায় পরিবার

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে পবা উপজেলা বিভিন্ন এলাকার ৫শো দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিএনপির তরুণ নেতৃবৃন্দের সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইফতেখারুল ইসলাম ডনি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের জিএম রফিকুল ইসলাম রোকন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিসমিল্লাহ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পবা বিএনপির প্রবিণ নেতা নহির উদ্দিন মন্ডল, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল হামিদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাবেক সহ-সভাপতি আলেফ উদ্দিন, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, নওহাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম, নওহাটা তাতি দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সমসের আলী, যুব নেতা রিয়াদ, রনি, জনি, সুজন, বাবুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমত আলী, ছানোয়ার, সোহাগ, ছাত্রদলের সভাপতি টিটু, পৌর ছাত্রদলের সদস্য সাব্বির, রিপনসহ বিসমিল্লাহ ফাউন্ডেশনের সদস্য সুমন আহমেদ, নাইম হোসেন, মুন্না।