সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান আজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান হচ্ছে আজ শুক্রবার (৫ জুলাই)। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২২ সালের ২৫ জুন সড়কপথের পর ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হয় প্রকল্পটির রেলপথ। বাকি ছিল নদী শাসনসহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও শেষ হয়েছে।
গত ৩০ জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর থেকে গত ২৫ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার ৬৪৮ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৩০ টাকা।
সমাপনী অনুষ্ঠানের ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকার বেশি।