চাঞ্চল্যকর সাইদার মালিথা হত্যা
নয় আসামির ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
পাবনা পৌর আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী সাইদার মালিথাকে (৫৫) হত্যার ঘটনায় ৯ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত। একই সাথে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় এই রায় ঘোষণা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আলাউদ্দিন মালিথা, স্বপন মালিথা, রাকিব মালিথা, আরাফাত হোসেন ইসতি,রিপন মালিথা, আশিক মালিথা, মো. রঞ্জু, মো. জনি ও আলিফ মালিথা।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- সঞ্জু মালিথা, দুলাল মালিথা, মো. রাজু, হায়দার মালিথা ও বেলাল হোসেন উজ্জ্বল। আসামিদের বাড়ি পাবনায়।
২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়েচা খাচ্ছিলেন সাইদার মালিথা। এ সময় তার গুলি করা হলে তিনি প্রাণ বাঁচাতে দৌড় দেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। তাকে ধরে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে এ ঘটনায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।