নোয়াখালীতে দুই দিনব্যাপী কবিতা উৎসব শুরু বৃহস্পতিবার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই শ্লোগানে নোয়াখালীতে বৃহস্প্রতিবার (২৩ মে) থেকে নোয়াখালী শুরু হচ্ছে দুই দিনব্যাপী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।
এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নেবেন। এ উপলক্ষে বুধবার (২২ মে) সকালে নোয়াখালী শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
বৃহস্প্রতিবার (২৩ মে) বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।
বিশেষ অতিথি থাকবেন-বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম।