নৈশ প্রহরী হত্যা: মামলায় আসামি অজ্ঞাতরা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তহার গ্রামের দক্ষিণ পাড়া মহল্লায় এক নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিহত কায়সার আলীর ছেলে বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করে।
জানা গেছে, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের এক শ্রমিক ও নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ঘটনায় নিহতের ছেলে আব্দুল মোমিন অজ্ঞাতদেরকে আসামি করে আদমদিঘী থানায় মামলা দায়ের করেন।
বুধবার (২৬ জুন) রাতে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার দক্ষিণ পাড়ার কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ও নৈশ প্রহরী কায়সার আলীর মাথা ও ঘাড়ে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বাড়ির পাশে মসজিদের সামনে ফেলে রেখে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করা হচ্ছে।
আদমদিঘী থানার অফিসার্স ইনচার্জ রাজেশ কূমার চক্রবর্তী বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামাদের নাম উল্লেখ করে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।