নেপাল থেকে ৮ টাকা ১৭ পয়সায় বিদ্যুৎ আসবে দেশে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
পাঁচ বছরের জন্য নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে সরকার। আর প্রতি ইউনিটের দাম পড়বে ৮ টাকা ১৭ পয়সা। বুধবার (১১ জুন) ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন হয়। ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে আসবে এই বিদ্যুৎ। এজন্য গুনতে হবে ট্রেডিং মার্জিন ও ট্রান্সমিশন খরচ।
ভারতীয় সঞ্চালন লাইন হয়ে নেপালের জলবিদ্যুৎ কুষ্টিয়ার ভেড়ামারা উপকেন্দ্র দিয়ে আমদানি করবে সরকার। এই বিষয়ে চুক্তি হয় নেপালের জাতীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে। নেপাল থেকে পাঁচ বছরে বিদ্যুৎ আমদানিতে ব্যয় হবে ৬৫০ কোটি টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান এ বিষয়ে জানান, ভারতের সঞ্চালন লাইন ব্যবহারের জন্য ইউনিট প্রতি দশমিক ০৫৯ রুপি ট্রেডিং মার্জিন এবং ট্রান্সমিশন খরচ দিতে হবে। প্রধানমন্ত্রীর নেপাল সফরের সময়ে বিদ্যুৎ সরবরাহের সময় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নেপাল থেকে বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে আসবে। সেক্ষেত্রে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করতে হবে। এর ফলে ৩ পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। এর দাম পড়বে ৮ টাকা ১৭ পয়সা।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, নেপালের বিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রেও ব্যবসায়ীক সুবিধাটা, যে ব্যবসা হবে আমদানি করতে গিয়ে, সেখানে ভারতে বেনিফিট দিতে গিয়ে যদি এভাবে দাম বাড়ে, তবে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
এদিকে, টিসিবির জন্য প্রায় ৫৩৭ কোটি টাকার সয়াবিন তেল ও মসুর ডাল কিনবে সরকার। এরমধ্যে ৩৩২ কোটি টাকার সয়াবিন তেল ও ২০৫ কোটি টাকার মসুর ডাল কেনা হবে।