নীলফামারীতে ৪১জনের বিরুদ্ধে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
নীলফামারী জেলা শহরে (৪ আগষ্ট) রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ,অগ্নিসংযোগ,চুরি ও হত্যার উদ্দেশের অভিযোগ এনে আওয়ামীলীগের ৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ মামলায় আরোও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।এ মামলার বাদী হয়েছেন যুবদলের নেতা শামীম শাহ তমু।
এ মমলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন: নীলফামারী জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্যে বিষয়ক সম্পাদক মাহবুল, , নীলফামারী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীদ মাহমুদ,জেলা ছাত্রলীগের সভাপতি আপেল শাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু জেলা মৎস্যজীবিলীগের সভাপতি নেমন, ও সহ-সভাপতি মনিরুল ইসলাম সুইডেন, তরিকুল ইসলাম, আতিয়ার রহমান, মোজ্জাফর মিলু,জাহাগীর আলম,সাঈদ,জ্যেতিময় রায় খোকন,আতিক ইসলাম, সুজন, নুর আলম,সাগর, আসাদুজ্জামান টুয়েল, শুভ, ছাইদুল ইসলাম,অতিয়ারসবুজ ইসলাম, মিলন,মোস্তাফিজুর রহমান সবুজ, উসা, মঞ্জু, নজমুল সর্দার,তুর্জা ইসলাম,সেতু, মোকছেদ মফিজার,শফিজুল, মাহমুদুল,আবু হাসান,জাহাঙ্গীর, সজল কুমার, মোহমেনুল।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলা টাইমসকে জানান, আজ ১৯ আগষ্ট মামলাটি গ্রহন করা হয়েছে।মামলা নং-৫।বাদী মামলার আরজিতে ক্ষতিপূরণ উল্লেখ করেছেন,প্রায় তিন কোটি টাকা।