নীলফামারীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নীলফামারী জেলা শাখার উদ্দ্যোগে জেলা রুকন সম্মেলন সোমবার (১৪ অক্টোম্বর) বিকালে আল-হেলাল একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী নীরফামারী জেলা শাখার আমির মুহম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন:বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান।
বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন,আঞ্চলিক টিম সদস্য এ্যাড আব্দুল বাতেন,বিশিষ্ট গবেষক ,শিক্ষাবিদ ও সমাজসেবক ডক্টর খায়রুল আনাম, জামায়াতে ইসলামী নীরফামারী জেলা শাখার সেক্রেটারী তানজুল ইসলাম,নীলফামারী-৩ আসনের সদস প্রার্থী আব্দুল্লাহ খান সালফী, নীলফামারী-৪ আসনের সংসদ প্রার্থী মোতাকিম ইসলাম, নীরফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারী এ্যাড, আল-ফারুক আব্দুল লতিফ,শহর আমীর মোহাম্মদ মুসা, শহর সুরা ও কর্মপরিষদ সদস্য এটিএম নুরুল আজমসহ সুরা ও কর্মপরিষদ সদস্যরা।
এ সম্মেলনে বক্তরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৫টি বছর যাবৎ নিপিড়ন-নির্যাতন-জুলুম চালিয়ে তাদেরকে নিস্তদ্ধ করতে চেয়েছিল।জামায়াতে ইসলামী নিস্কদ্ধ হয় নাই।বাংলাদেশ জামায়াতে ইসলামী সব মহিমায় উদ্ধভাসিত হয়েছেন।যত অত্যাচার চালানো হয়েছে যত-নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তত বেশী শক্তিশালী হয়েছে।বাংলাদেশের মানুষ আজ আশায় বুক বেঁধেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল-কুরানের বাংলাদেশ,আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ।