ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলন

নিহত ২০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলো জামায়াতে ইসলামী

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২০ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর বোর্ডবাজারে মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। গাজীপুর মহানগরে শাহাদাতবরণকারী ২০টি পরিবারকে মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবার ও আহতদের ২৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে গাজীপুর মহানগর জামায়াত। গত ১৮ আগস্ট রোববার একই কনভেনশন সেন্টারে আয়েজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় শাহাদাত বরণকারী ১০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা এবং আহত ২০ জনকে ২০ হাজার টাকা করে মোট চার লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি) তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত আমাদের যে সমস্ত ভাইয়েরা যুদ্ধ করে বাংলাদেশে একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েম করার প্রতিজ্ঞা নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য যে ভাবে জীবন দিয়েছেন আমাদেরকেও তাদের অনুসরণ করতে হবে।

মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সম্মানিত সদস্যগণ, মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি মাওলানা আবু হানিফ, অন্যান্য কর্মপরিষদ সদস্য ও থানা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী আন্দোলন

নিহত ২০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলো জামায়াতে ইসলামী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২০ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর বোর্ডবাজারে মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। গাজীপুর মহানগরে শাহাদাতবরণকারী ২০টি পরিবারকে মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবার ও আহতদের ২৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে গাজীপুর মহানগর জামায়াত। গত ১৮ আগস্ট রোববার একই কনভেনশন সেন্টারে আয়েজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় শাহাদাত বরণকারী ১০টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা এবং আহত ২০ জনকে ২০ হাজার টাকা করে মোট চার লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি) তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত আমাদের যে সমস্ত ভাইয়েরা যুদ্ধ করে বাংলাদেশে একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েম করার প্রতিজ্ঞা নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য যে ভাবে জীবন দিয়েছেন আমাদেরকেও তাদের অনুসরণ করতে হবে।

মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সম্মানিত সদস্যগণ, মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি মাওলানা আবু হানিফ, অন্যান্য কর্মপরিষদ সদস্য ও থানা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।